বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

শেখ হাসিনার বিচার চেয়ে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকার নিম্ন আদালতে প্রাঙ্গণে তারা নানা স্লোগান দিয়ে মিছিল বের করেন।

ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল শুরু হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়।

এ সময় ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলমসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা বলেন, ‘‘হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু তার দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অপকর্ম চালাচ্ছে। শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশ লুটেপুটে খেয়ে শেষ করে দিয়েছে। তাদের হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত।

‘‘তারা এদেশের মানুষের কাছে এখন খুনি হিসেবে পরিচিত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে খুনের বিচার করতে হবে। আমরা শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার ফাঁসির রায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা আইনজীবীরা মিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছি।’’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM