বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

রাজধানীর তুরাগে ইসকন পরিচালিত মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, পুড়ল লক্ষ্মীনারায়ণ মূর্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ এলাকায় একটি পারিবারিক মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তুরাগ থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাতে বলা হয়েছে, গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান আজ শনিবার বলেন, তুরাগের ধউর এলাকার বাসিন্দা বাবুল চন্দ্র ঘোষের পারিবারিক মন্দিরে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে মামলার বাদী বাবুল চন্দ্র ঘোষ আজ বলেন, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তাঁরা। তাঁর শয়নকক্ষের পাশে শ্রীশ্রী মহাভাগ্য লক্ষ্মী নারায়ণমন্দির। এটি তাঁদের পারিবারিক মন্দির। রাত আড়াইটার দিকে মানুষের পায়ের শব্দ পেয়ে তাঁদের ঘুম ভেঙে যায়। তখন মন্দিরের ভেতরে আগুন দেখতে পান তাঁরা। স্থানীয়দের সহযোগিতায় তাঁরা মন্দিরের আগুন নিভিয়ে ফেলেন।

বাবুল চন্দ্র বলেন, দুর্বৃত্তরা মন্দিরের পেছন দিকে টিনের চালা খুলে পেট্রল–জাতীয় দ্রব্য ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, এ মন্দিরের অদূরে ইসকনের একটি মন্দির রয়েছে। ওই মন্দিরের মাধ্যমে তাঁদের এই পারিবারিক মন্দিরটি পরিচালিত হয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM