রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

সুন্দরবনের অনিন্দ্যসুন্দর পর্যটন স্পট ‘ডিমের চর’

নিজস্ব প্রতিবেদক: মুক্তাদানার মতো বালু চিকচিক করছে। এরই মাঝে বিশাল বিশাল এক একটা ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে। এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শত শত দেশি-বিদেশি পর্যটক ভিড় করছেন সুন্দরবনের ডিমের চরে। প্রাকৃতিকভাবে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাছেই বঙ্গোপসাগরে জেগে ওঠা ছোট চরটির নাম ডিমের চর।

চরটি দেখতে অনেকটা ডিমের মতো বিধায় একে ডিমের চর বলা হয়। আবার অনেকেই বলে থাকেন এখানে পাখিরা ডিম পেড়ে পক্ষীর চরে চলে যায় তাই এ চরের নাম ডিমের চর। লাল কাঁকড়ার খুনসুটির মনোমুগ্ধকর এমন দৃশ্যের দেখা মিলবে এ চরে। শুধু লাল কাঁকড়াই নয়, বন্য প্রাণী, বাঘ, হরিণসহ নানা প্রজাতির প্রাণীর বসবাস এ দ্বীপ চরে। জীববৈচিত্র্য খুব কাছ থেকে দেখতে ডিমের চরে ভিড় করেন দেশি-বিদেশি ভ্রমণপিপাসুরা।

এখানে ঘুরতে আসা অনেক পর্যটক বলেন, সুন্দরবন ভ্রমণে এসে সমুদ্রের ঢেউয়ের গর্জনের এমন অনিন্দ্যসুন্দর দৃশ্য না দেখলে হয়তো বন দেখার আসল স্বাদটাই মিটতো না।

জানা যায় প্রথম যখন চরটি ওঠে তখন নাম দেওয়া হয়েছিল পক্ষীর পর। পরে পাখি যখন এ চরে ডিম পারতো তখন এ চরে প্রচুর ডিম দেখা যেত, সেই থেকে নাম হয়েছে ডিমের চর। এ চরেও বাঘের আনা-গোনা আছে। প্রায় বাঘের পায়ের ছাপ দেখা যায়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM