সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ৪৮

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গাজায় মোট নিহতের সংখ্যা প্রায় ৪৪ হাজার ৬০০ জনে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় আরো লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

বৃহস্পতিবার আনাদোলুর প্রতিবেনে বলা হয়, গাজায় ইসরাইলের চলমান হামলায় আরো ৪৮ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আহত হয়েছে কমপক্ষে ১ লাখ ৫ হাজার ৭৩৯ জন। হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে আরো বহু মানুষ আটকে আছেন এবং উদ্ধারকারী দল পৌঁছাতে পারছে না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইসরাইল গাজায় তার আক্রমণ অব্যাহত রেখেছে।

ইসরাইলের আক্রমণে গাজার অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। হাসপাতাল, স্কুল, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২০ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন এবং গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত। খাদ্য, পানির তীব্র সংকট এবং ওষুধের অভাবে গাজার মানুষ বর্তমানে চরম মানবিক সঙ্কটের সম্মুখীন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM