সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

শাড়ি পরার রীতি ভাঙতে চেয়েছেন জয়া!

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান যেভাবে জামদানি শাড়ি পরেছেন, এভাবে কাউকে জামদানি পরতে দেখা যায়নি। জয়ার রূপের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তিনি বয়সকে হার মানিয়েছেন অনেক আগেই। জয়া আলোচনায় থাকেন ভালো কাজের জন্য আবার লাইফস্টাইলের জন্যও। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি শেয়ার করেন জয়া। নেটিজেনরা বাহবা দিতেও কৃপণতা দেখান না। কিন্তু সম্প্রতি ঘটেছে অন্য ঘটনা। জয়ার এই রীতি ভাঙা ঢঙে শাড়ি পরা দেখে নেটিজেনরা যেমন বাহবা দিচ্ছেন, তেমন নিন্দাও করছেন।

মুম্বাইয়ে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে জয়ার উপস্থিতি ছিল অন্যরকম। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও গৌরবের প্রতীক জামদানিতে সেজেছিলেন। ধুতি স্টাইলে জামদানি শাড়িটি শরীরে জড়ান জয়া। তার ওপরে টপ হিসাবে পরেন কাঁথার শ্রাগ। সঙ্গে মানানসই গয়না।

জয়া শাড়ির পরার রীতি ভেঙে দিতে চেয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, “বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি আমার কাছে অন্যতম একটি প্রধান সাংস্কৃতিক উপকরণ। আমি চেষ্টা করি যে আমি যে সংস্কৃতিতে বেড়ে উঠেছি সেই সংস্কৃতি নিজের মতো উপস্থাপন করতে। একজন শিল্পী হিসেবে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ’’

এই কন্টেমপোরারি বা আধুনিক পরিবেশনার উদ্দেশ্য হলো আরো শক্তি ও আত্মবিশ্বাস ফুটিয়ে তোলা।”

জয়ার শাড়িটি নকশা পরিকল্পনায় কাজ করেছে থ্রেড বিডি।

জয়া আহসান তার ফেসবুকে জামদানি শাড়ি পরা ছবি শেয়ার করার পরেই নাসির খান নামের একজন লিখেছেন, ‘‘ড্রেস বানাতে যে আউটলুক ক্লোথ ইউজ হয়েছে সেটা আমাদের কালচার বুঝলাম বাট ড্রেসটা তো কালচার রিপ্রেজেন্ট করছে না।’’

রাজিব সরকার নামের একজন লিখেছেন ‘‘RIP জামদানি’’।

তবে বেশিরভাগ নেটিজেন জয়ার এই জামদানি উপস্থাপন পছন্দ করেছেন।

ইফতেখার মুনিম নামের একজন লিখেছেন, ‘সত্যিই অসাধারণ। দেশীয় ঐতিহ্যের এমন রাজসিক উপস্থাপন। দেখে মুগ্ধ হলাম।’

উল্লেখ্য, ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে গত বছর মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘কড়ক সিং’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমাটি ফিল্মফেয়ারে ১১টি ক্যাটাগরিতে নমিনেশন পায়। তবে পুরস্কার জোটেনি একটিতেও। নিজে মনোনয়ন না পেলেও ‘কড়ক সিং’-এর মনোনয়নের খবর নিজের ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM