সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১১

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের মাকরান উপকূলীয় হাইওয়ে থেকে বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি।

রোববার (২৫ আগস্ট) দেশটির পুলিশ এসব তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পত্রিকা ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তীর্থযাত্রী নিয়ে বাসটি ইরান থেকে পাঞ্জাবে যাচ্ছিল। পথিমধ্যে বেলুচিস্তানের হাব শহরে দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। এদের বেশির ভাগই লাহোর বা গুজরানওয়ালার বাসিন্দা।

লাসবেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) নাভিদ আলম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আধাসামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

এই কর্মকর্তা আরও জানান, হতাহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারা আহতদের চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM