রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

বৃহস্প‌তিবার লেবানন থেকে ফিরবেন ১০৫ বাংলাদে‌শি

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বৃহস্প‌তিবার (৫ ডিসেম্বর) ১০৫ বাংলাদেশি নাগ‌রিক দে‌শে ফিরবেন।

লেবান‌নের স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) রা‌তে এই তথ্য জা‌নিয়েছে বৈরুতের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানায়, আগামী ৫ ডিসেম্বর ১০৫ জনের ১৪তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলা‌দেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা রয়েছে।

এদিকে, বুধবার রাতে লেবানন থে‌কে দেশে ফিরবেন আরো ৬৫ বাংলাদেশি। আর মঙ্গলবার রা‌তে দে‌শে ফিরেছেন ৪০ জন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM