সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে সুইফটের নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক: পপ তারকা টেইলর সুইফট ‘দ্য ইরাস ট্যুর’কনসার্ট দিয়ে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। এই কনসার্ট দিয়ে পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে সুইফট এবার নতুন রেকর্ড গড়লেন। বিবিসি

গত ২০ আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেন টেলর সুইফট। কোনো ট্যুরে একক শিল্পী হিসেবে তিনিই প্রথম অষ্টমবারের মতো ওয়েম্বলিতে পারফর্ম করলেন।

রেকর্ড গড়ে ভক্তদের ধন্যবাদ জানান সুইফট। বলেন, ‘আপনারা এই সাফল্যের দাবিদার। ওয়েম্বলিতে একক শিল্পী হিসেবে আটবার শো করলাম, আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। ধন্যবাদ দিয়ে এই কৃতজ্ঞতা কখনোই প্রকাশ করা যাবে না।’

এর আগের ১৯৯৮ সালে ‘ব্যাড ট্যুর’-এ সাতবার ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন মাইকেল জ্যাকসন।

সুইফট সে রেকর্ড ভেঙে দিলেন। ওয়েম্বলিতে আটবার কনসার্ট করার রেকর্ডও আছে। তবে সেটা কোনো একক শিল্পীর নয়, পপ ব্যান্ড টেক দ্যাটের।

এদিন ওয়েম্বলিতে শোর মাধ্যমে ইউরোপ ট্যুর শেষ করলেন সুইফট। শেষটাও হলো মনে রাখার মতোই।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে তাঁর গান শুনেছে প্রায় ১২ লাখ মানুষ, যা দেশটির অর্থনীতিতে ১ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM