মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে মাদকসহ বিএনপি নেতা আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর শহরে বাবু সেখ নামের এক বিএনপি নেতাকে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইলফোন ও নগদ আট হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।

আটক বাবু সেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাসুমপুর মহল্লার দানিজ সেখের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যৌথ বাহিনীর একটি অভিযানে হেরোইনসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM