বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপাপ্ত গোলাম ছাব্বিরের জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের ত্রিশালের খন্দকার গোলাম ছাব্বির আহমাদ আপিল বিভাগে জামিন আবেদন করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে খন্দকার গোলাম ছাব্বির আহমাদের পক্ষে তার আইনজীবী এস এম শাহজাহান জামিন আবেদন করেন। আগামী ১২ ডিসেম্বর জামিন আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। এসময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তানিম।

২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় খন্দকার গোলাম ছাব্বির আহমাদসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি ছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৫১তম রায়। দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- মো. হরমুজ আলী, ফখরুজ্জামান, আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী।

ওই বছরের ১০ অক্টোবর খন্দকার গোলাম ছাব্বির আহমাদ ও আব্দুস সাত্তারের জামিন আবেদন করেন। তবে আপিল বিভাগ জামিন আবেদন নাকচ করে দেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM