বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

১৫ বছরে বাজেটের ৪০ শতাংশ তছরুপ: শ্বেতাপত্র কমিটি

নিজস্ব প্রতিবেদক: শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে, শেখ হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে সরকারি উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ তছরুপ হয়েছে। সোমবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় ঐ কমিটি।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিড) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের কাজ চোর ধরা নয়, চুরির বর্ণনা দেওয়া। কাজটি সাবধানতার সঙ্গে করা হয়েছে। সেজন্য আমরা খসড়া শব্দ ব্যবহার করেছি। কেননা প্রতিদিন নতুন নতুন তথ্য আসছে।

তিনি বলেন, আমরা যে কাজটি করেছি তা বিদেশি পরামর্শ দিয়ে করানো হলে ২৫ কোটি টাকা ব্যয় হতো। সেই কাজ আমরা নিঃস্বার্থভাবে করেছি এবং দেশের জন্য তা উৎসর্গ করলাম।

ড. দেবপ্রিয় বলেন, প্রতিবেদনটি ১২ জনের হাতে লেখা হয়েছে। তা ছাপিয়ে প্রকাশ করতে এক থেকে দেড় মাস সময় লাগবে। আমরা যে খসড়া প্রতিবেদন করেছি তা দলিল হিসেবে সরকার স্বীকার করেছে। অর্ন্তভুক্তিমূলক আলোচনা এবং জনমানুষের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছে শ্বেতপত্র কমিটি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM