বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সভাকক্ষে এ সভা হবে।

১৪তম নির্বাচন কমিশনের প্রথম এ সভায় সভাপতিত্ব করবেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। সভায় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব ও অতিরিক্ত সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সভায় যেসব বিষয়ে আলোচনা হবে- নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০ এর বিধি ৩(২) এর বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক চারটি কমিটি গঠন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিতকরণ এবং বিবিধ।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন নিয়োগ পান। এছাড়া নির্বাচন কমিশনার পদে যে চারজন নিয়োগ পেয়েছেন তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM