সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতে বলেছেন তিনি। খবর টাইমস অব ইসরাইলের।

বেন গিভির জানিয়েছেন, ‘‘কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে পুলিশ সেখানে ঢুকতে পারবে। সেই সঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করতে পারবে।’’

এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে লিখেছেন, ‘‘বেন গিভির ইসরাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে আগুন না ধরানো পর্যন্ত তিনি থামবেন না।’’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM