রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

নাতাশার দাবি, বউ-বাচ্চাকে সময়ও দিতেন না হার্দিক

বিনোদন ডেস্ক: হঠাৎ করেই বিচ্ছেদের ঘোষণা দেন হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। তবে তাদের এই বিচ্ছেদের খবর প্রকাশ্য়ে আনলেও এর পেছনে ঠিক কী কারণ ছিল, তা নিয়ে হার্দিক ও নাতাশা দুজনেই তাৎক্ষনিক কিছু জানাননি। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন নাতাশা। তিনি জানালেন, হার্দিকের কিছু আচরণের জন্য়ই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়েছে তাকে।

নাতাশার এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হার্দিক খুবই আত্মকেন্দ্রিক মানুষ। নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। বহুবার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন নাকি নাতাশা। কিন্তু শেষমেশ আর পারেননি। এমনকি, নাতাশা ঘনিষ্ঠকে জানিয়েছেন, নানা কারণে সারাদিন ব্যস্ত থাকতেন হার্দিক। বউ-বাচ্চাকে সময়ও দিতেন না। এমন মানুষের সঙ্গে থাকাটা বেশ কঠিন। তাই শেষমেষ বিচ্ছেদের ঘটনা ঘটে।

ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘পাণ্ডিয়া’ পদবি এবং হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবিও ডিলিটও করে দেন নাতাশা। এতেই তাদের বিচ্ছেদের জল্পনা জোরদার হয়। বিষয়টি নিয়ে প্রথমে কিছু না বললেও ১৮ তারিখের যৌথ বিবৃতিতে হার্দিক-নাতাশার পক্ষ থেকে লেখা হয়, ‘চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একত্রে থাকার সমস্ত রকম চেষ্টা করেছিলাম আমরা।’

এই সিদ্ধান্ত নেওয়া যে অত্যন্ত কঠিন ছিল তাও বলা হয় এই পোস্টে। হার্দিক-নাতাশা জানান, পারস্পরিক সম্মান বজায় রেখেই তারা আলাদা হয়েছেন। যৌথভাবে ছেলে অগস্ত্যর দায়িত্ব পালন করবেন।

এদিকে নাতাশার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই হার্দিকের সঙ্গে জড়িয়ে গিয়েছে অনন্যা পাণ্ডের নাম। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে দুজনকে ছন্দ মিলিয়ে নাচতে দেখা গিয়েছে। সোশাল মিডিয়াতেও একে অপরকে ফলো করতে শুরু করেছেন।

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM