রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

আজিজুলের দুর্দান্ত সেঞ্চুরি, চ্যালেঞ্জ ছুঁড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: যুব এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম। তার শতকে ভর করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৯ নভেম্বর) মাঠে নামে বাংলাদেশ-আফগানিস্তান। টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২৮ রান করে বাংলাদেশ। রাফিউজ্জামান রাফি ১১ ও ইকবাল হোসেন ১ রান অপরাজিত থাকেন।

সর্বোচ্চ ১০৩ রান আসে অধিনায়ক আজিজুলের ব্যাট থেকে। ৮টি চার ও ৪টি ছয়ের মারে ইনিংসটি সাজান আজিজুল। প্রথম ওভারেই ওপেনার জাওয়াদ আবরার সাজঘরে ফেরায় ব্যাটিংয়ে নামতে হয় আজিজুলকে।

আরেক ওপেনার কালাম সিদ্দিকিকে নিয়ে প্রতিরোধ গড়েন আজিজুল। দুজনে ১৪২ রানের জুটি গড়েন। কালাম ৬৬ রানে ফিরলে ভাঙে এ জুটি। ৫টি চার ও ১টি ছয়ে ১১০ বলে এই রান করেন কালাম।

কালামের আউটের পর একপ্রান্ত আগলে রাখেন আজিজুল। আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। কেউ-ই আজিজুলকে সঙ্গ দিতে পারেননি লম্বা সময়। ১০ রান করে আউট হন শিহাব জেমস ও ফারিদ হাসান। মাঝে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে সাজঘরে ফেরেন দেবাশীষ দেবা, রিজান হাসান ও আল ফাহাদ।

আফগানদের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্ট্যানিকজাই।

বাংলাদেশ আফগানিস্তান লড়ছে গ্রুপ ‘বি’ থেকে। এই গ্রুপের অন্য দুই দল হলো নেপাল ও শ্রীলংকা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM