মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

জামালপুরে গভীর রাতে হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলা

জামালপুর: জামালপুরে গভীররাতে একটি বেসরকারি হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে শহরের সরদারপাড়ার এম এ রশিদ হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ও কর্মচারীদের মারধর করে। এতে আহত হয়েছেন চারজন।

এসময় হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কি কারণে কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন জানান, দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে হামলা-ভাঙচুর করেছে। পরে তারা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়।

সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক জানান,দুর্বৃত্তদের শনাক্ত করার ও ধরার চেষ্টা চলছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM