রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

মাদারীপুরে স্থানীয়দের হাতে আটক বিপন্ন প্রজাতির সজারু

মাদারীপুর প্রতিনিধি: নদীতে সাঁতার কেটে পাড়ে আসা একটি পূর্ণ বয়স্ক সজারু ধরা পড়ে স্থানীয়দের হাতে। পানি থেকে নদীর পাড়ে উঠে এলে সজারুটি অসুস্থ হয়ে পরে। এসময় নদীর পাড়ে থাকা কয়েকজন ব্যক্তি সজারুটি ধরে বেঁধে নিয়ে আসে।

মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল নয়াবাজার এলাকায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রাণীটি ধরা পড়ে। এটির ওজন ৩-৪ কেজির মতো হবে বলে ধারণা করা হয়। সজারু দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর শিবচরের উৎরাইল এলাকার আড়িয়াল খাঁ নদে সাঁতার কেটে উৎরাইল পাড়ে এসে উঠে সজারুটি। পরে অনেকটা দুর্বল হয়ে পরলে স্থানীয় কয়েকজন ব্যক্তি সজারুটি ধরে বেঁধে ফেলে। পরে নদের পাড়ে দোকানের সামনে নিয়ে এলে লোকজন ভিড় করে দেখতে। বেশ কিছুক্ষণ পর নদের পাড়ের ঝোপঝাড়ের কাছে সজারুটি অবমুক্ত করে দেন তারা। নদের পাড়ে কাশবনসহ উৎরাইল নয়াবাজার সংলগ্ন এলাকায় সজারুর বিচরণ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী মো. শামীম হোসেন জানান, নদীর পার থেকে সজারুটি ধরে নিয়ে আসে এলাকার ২-৩ জন। এখানে কিছুক্ষণ বেঁধে রাখা হয়। কিছুটা সুস্থ হলে নদীর পাড়ের কাশবনের কাছে ছেড়ে দেয়।

তিনি আরও জানান, এই এলাকায় প্রায়ই সজারুর দেখা মেলে। রাতে দল বেঁধে সজারু খাবারের সন্ধানে বের হয়। বাড়ির আশ-পাশের কচুগাছ খেয়ে সাবাড় করে ফেলেছে।

তীক্ষ দন্ত এবং সমস্ত শরীরে কাঁটাযুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী এই সজারু। যা বর্তমানে বিলুপ্ত প্রায় হিসেবে গণ্য।

উইকিপিডিয়া সূত্রে জানা গেছে, এ ধরনের সজারুকে দেশী বা ভারতীয় সজারু বলা হয়। কখনো কখনো এটিকে তীক্ষ্ণ দন্ত বিশিষ্ট ইঁদুর হিসেবে গণ্য করা হয়। নিরামিষভোজী জীব হিসেবে এটি পাতা, ঘাস, ছোট ছোট গাছপালা খেয়ে জীবনধারণ করে। গায়ের রঙ কালো প্রকৃতির হয়। মাটিতে গর্ত খুঁড়ে বাসস্থানের উপযোগী পরিবেশ গড়ে তোলে। এদের জীবনকালের সঠিক সময়কাল পাওয়া যায়নি। খাবার সংগ্রহের জন্য এরা বিভিন্ন ধরনের গাছপালার পাশাপাশি ফলমূল, শস্য, গাছের শিকড় পর্যন্ত এরা খেয়ে থাকে।

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM