বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

সাকুরার পাশে নয়, বারডেম ও ঢাকা ক্লাবের কাছাকাছি হবে শাহবাগ থানা

নিজস্ব প্রতিবেদক: শাহবাগ থানা সরিয়ে সাকুরার পাশে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী— বারডেম হাসপাতাল ও ঢাকা ক্লাবের কাছাকাছি একটা জায়গায় শাহবাগ থানা স্থানান্তর করা হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

উপদেষ্টা পরিষদের সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান।

তিনি বলেন, উত্তর দিকে মুখ করে যতটা কম জায়গা নিয়ে পারা যায় সুইটেবল জায়গায় শাহবাগ থানা তৈরি করা হবে। থানাটি একটুখানি রিলোকেট হবে, মোটামুটি কাছাকাছি জায়গায় থাকবে।

তিনি জানান, বারডেম ও ঢাকা ক্লাবের কাছাকাছি একটা জায়গায় থানা নেওয়া হবে। উপদেষ্টারা জায়গা পরিদর্শন করে স্থান চূড়ান্ত করবেন।

আব্দুর রশীদ বলেন, এখন যে জায়গাটা থানা হিসেবে ব্যবহৃত হচ্ছে তা অস্বাস্থ্যকর। সেখানে বিকল গাড়ি ডাম্পিং করা হয়। এগুলো সরিয়ে দেওয়া হবে। এ ছাড়া ফুলের যে মার্কেটটা আছে সেটিও পুনর্বিন্যাস করা হবে।

তিনি আরও বলেন, সাকুরার পাশে শাহবাগ থানাকে সরানো খুব একটা উপযোগী জায়গা বলে মনে হয়নি। সেখানে আন্তর্জাতিক মানের বিখ্যাত হোটেলগুলোর একটি রয়েছে। যেখানে থানা স্থানান্তরের কথা ছিল ওই জায়গার মালিক জায়গা দিতে চাচ্ছেন না।

গত ৩ জুন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা শাহবাগ থানা সরিয়ে সাকুরার পাশে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM