মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

আলিফ হত্যা: চট্টগ্রাম আইনজীবী সমিতির কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির কর্মবিরতি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো চলছে। এর আগে, গতকাল এই কর্মবিরতি শুরু হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী বলেন, ‘‘চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের সমর্থকদের সংঘর্ষের সময় আইনজীবী ইসলামকে হত্যা করে চিন্ময় অনুসারীরা। এর প্রতিবাদে বুধবার থেকে জেলা আইনজীবী সমিতি কর্মবিরতি শুরু করে। যা আজও চলছে।’’

এদিকে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘‘আদালত চত্বরে সংঘর্ষ, ভাঙচুর ও সহিংসতায় জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে, আইনজীবী সাইফুল হত্যায় জড়িত ৬ জন রয়েছেন। ছবি ও সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকাণ্ডে অংশ নেওয়া ঘাতকদের অনেককেই চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM