বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

অন্তর্বর্তী সরকারে সীমাবদ্ধতা নিয়ে যা বললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে রায়ট (বিক্ষোভ) কন্ট্রোল করতে চায় না অন্তর্বর্তী সরকার। এজন্য এই সরকারের এটাই সবচেয়ে বড় সীমাবদ্ধতা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, কঠোরভাবে সংঘাত-সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলে সরকারের সমালোচনা হচ্ছে। আবার অনেকেই বলছেন বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠছে।

জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার জনগণের কোনো কথা শোনেনি। তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শুনুক।

এছাড়াও ছাত্রদের সহিংসতার বিষয়টি নিয়েও তদন্ত হচ্ছে। কেউ নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র করছে কিনা সেটাও বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM