বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

দুদকের মামলায় খালাস জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক: সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এস এম জিয়াউর রহমান এই রায় দেন। প্রসিকিউশন মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে খালাস দেন।

জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য থাকাকালে ১৯৯৯ সালের ৯ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দুদকের পক্ষ থেকে তাকে পরিবারসহ সবার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। ৪৫ দিন সময় পেয়েও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। তাই ২০০০ সালের ১৯ জানুয়ারি দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আমিনুল ইসলাম তার নামে একটি মামলা করেন।

২০০১ সালের ১৭ জুন ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক ইমদাদুল হক। এরপর ২০০৬ সালের ২৩ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

পরে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন ফারুক। আদালত ২০১০ সালের ১ জুন মামলাটি স্থগিত করে রুল জারি করেন। ২০২৩ সালের ২ জানুয়ারি আদালত রুল ডিসচার্জ করে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দেন।

এরপর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচার চলাকালে তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিলেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM