বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া বাংলাদেশের জন্য বিবেচনাযোগ্য বিকল্প নয়

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা কার্যালয়ের প্রধান ল্যান্স বনেউকে জানিয়েছেন যে, রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া এ দেশের জন্য বিবেচনাযোগ্য বিকল্প নয়।

সোমবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নতুন আইওএম প্রধানের সঙ্গে প্রথম সাক্ষাতে এ কথা জানান মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র সচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতা, সীমান্ত নিরাপত্তা উদ্বেগ, পরিবেশের অবক্ষয় এবং বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন। এছাড়া, তিনি অভিবাসন সংক্রান্ত নিয়মিত প্রচার, দক্ষ অভিবাসন ও কর্মসংস্থান মিলের জন্য ডাটাবেজ উন্নয়ন, মানবপাচার, প্রত্যাবাসন এবং মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশের সহায়তার বিষয়েও আলোচনা করেন।

অপরদিকে, আইওএম প্রধান বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

তিনি জানান, আইওএম বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, বিশেষ করে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করার জন্য।

এদিকে, পররাষ্ট্র সচিব আইওএমকে নিয়মিত অভিবাসন পথ সহজ করতে কাজ করার পরামর্শ দেন, যা আইওএম মহাপরিচালকের এজেন্ডার অন্যতম প্রধান লক্ষ্য।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM