সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

এক ওভারে চার ‘নো বল’, টি-টেনে ফিক্সিং গুঞ্জন

স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-টেন লিগ এখন আলোচনার তুঙ্গে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরে খেলোয়াড়দের কার্যকলাপ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে ফিক্সিং গুঞ্জন। যে গুঞ্জনে সবশেষ নাম লিখিয়েছেন বাংলা টাইগার্সের শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা।

সোমবার (২৫ নভেম্বর) দিল্লি বুলস ও বাংলা টাইগার্সের মধ্যকার ম্যাচের ঘটনা। শানাকা এক ওভারে করলেন চারটি নো বল। ৩ বলেই দিলেন ৩০ রান। এমন ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে তাকে নিয়ে। নেটিজেনরা সরব হয়ে উঠেছেন ফিক্সিং ইস্যুতে।

ম্যাচে আগে ব্যাটিং করা দিল্লি বুলসের বিপক্ষে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন শানাকা। প্রথম বলে নিখিল চৌধুরী মারেন চার। পরের দুই বলেই শানাকা করেন ‘নো বল’। সেই দুই বলেও দুই চার হজম করেন লঙ্কান পেসার।

দ্বিতীয় ডেলিভারিতে আবারও চার মারেন নিখিল। তৃতীয় বলে মারেন ছক্কা। পরের দুটি বলও নো করেন শানাকা, যার শেষ বলটিতে হয়েছে চার। সব মিলিয়ে ৭ বলের চারটিই ‘নো বল’ করেন শানাকা, বাকি তিন বলে দেন ৩০ রান দেন। পুরো ওভারে দেন ৩৩ রান।

ম্যাচে যদিও ৭ উইকেটের জয় পেয়েছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন। এক সমর্থক আইসিসিকে ট্যাগ করে লিখেছেন, টি-টেন লিগ কি কোনো কৌতুক নাকি ফিক্সিংয়ের জন্য সুযোগ দেওয়ার মঞ্চ।

এর আগে ২২ নভেম্বর এই লিগে মোহাম্মদ বিলাল নামের এক পেসার অস্বাভাবিক একটি নো বল করেছেন। সেই বল নিয়েও প্রশ্ন তুলেছেন তুলেছিলেন সাবেক অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার বিতর্ক আরও তুঙ্গে পৌঁছে দিলেন শানাকা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM