নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা রোডে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে সংঘর্ষে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের আহত অধিকাংশ শিক্ষার্থীই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আঘাত থাকা ৩ জন এখনো চিকিৎসাধীন।
জানা যায়, গতকাল সোমবার (২৫ নভেম্বর) যাত্রাবাড়ীতে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মধ্যে ৪১ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে রিলিজ দিয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। আহত শিক্ষার্থীদের অধিকাংশই আশঙ্কামুক্ত থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত ৩ শিক্ষার্থী ঢামেকে ভর্তি রয়েছেন।
ঢামেক সূত্র জানায়, পেটে ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে ঢামেকে ভর্তি রয়েছেন ড. মাহবুবর রহমান মোল্লা কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র নাফি (১৮)। মাথায় ও কানে আঘাতপ্রাপ্ত হয়ে ঢামেকে ভর্তি রয়েছেন কবি নজরুল ইসলাম সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র রাকিব (১৭)। মাথায় ও কানে আঘাতপ্রাপ্ত হয়ে ঢামেকে ভর্তি রয়েছেন কবি নজরুল ইসলাম সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র সাকির (১৯)।
জানা যায়, আহত অনেক শিক্ষার্থী ঢামেক ছাড়াও যাত্রাবাড়ীর বিভিন্ন প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই হাসপাতাল ত্যাগ করেছেন।