মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

টেকনাফে অটোরিকশা থামিয়ে দুই মৎস্য ব্যবসায়ীকে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তরা অটোরিকশা থামিয়ে দুই মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করেছে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃতদের উদ্ধার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

পুলিশ জানায়, অপহৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তারা টেকনাফের মৎস্য ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টেকনাফ উপজেলা সদর থেকে অটোরিকশাযোগে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাচ্ছিলেন দুই মৎস্য ব্যবসায়ী। তাদের সঙ্গে আরও একজন যাত্রী ছিলেন। অটোরিকশাটি মাঠপাড়া এলাকায় পৌঁছালে ৫-৬ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে দুই ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। অন্য যাত্রীকে কিছুদূর নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সময় স্থানীয় এক প্রত্যক্ষদর্শী মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যাওয়া পাঁচজন টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “অপহৃতদের উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।”

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM