মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

নতুন অজুহাতে হিলির আমদানিকারকরা বাড়িয়েছেন আলুর দাম

দিনাজপুর প্রতিনিধি: সার্ভার সমস্যায় সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে ভারতীয় আলু আমদানি বন্ধ রয়েছে। নতুন এই কারণ দেখিয়ে হিলির আমদানিকারকরা আলুর দাম বাড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পাইকারদের অভিযোগ, আমদানি বন্ধের অজুহাতে আমদানিকারকরা আলুর দাম বাড়িয়ে দিয়েছেন। কিন্তু, গত দুই দিনে এই বন্দর দিয়ে ১৬৪ ট্রাক আলু আমদানি হলেও তখন দাম কমেনি।

হিলি স্থলবন্দর ঘুরে জানা যায়, এক দিনের ব্যবধানে আলুর দাম কেজিতে ১০ থেকে ১২ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বন্দরের মোকামে ভারতীয় আলু বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৬৮ টাকা কেজি দরে। যা ছিল ৫৫ থেকে ৫৭ টাকা।

আরিফুর রহমান নামের এক পাইকার বলেন, ‘‘গতকাল ৫৫ থেকে ৫৬ টাকা কেজি দরে আলু কিনেছি। একদিনের ব্যবধানে সেই আলু আজ ৬৬ থেকে ৬৮ টাকা চাচ্ছেন আমদানিকারকরা। এভাবে দাম বাড়লে তো আমরা বিপাকে পড়ে যাব। তারা অতিরিক্ত লাভের আশায় এমনটা করছেন।’’

দাম সহনীয় পর্যায়ে ও সরবরাহ স্বাভাবিক রাখতে আলু আমদানিতে শুল্ক কমিয়ে দেয় সরকার। এরপর হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ আলু আমদানি হলেও পাইকারি ও খুচরা বাজারে এর কোনও প্রভাব পড়েনি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘‘ভারতের অভ্যন্তরে দাম বৃদ্ধির কারণে হিলি স্থলবন্দরে আলুর দাম বেড়েছে। দুই-একদিনের মধ্যেই দাম স্বাভাবিক হবে।’’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM