রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

সাগরে নিম্নচাপ, উপকূলে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, এর প্রভাবে বাংলাদেশের উপকূলে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিম্নচাপটি আরও ঘূণিভূত হতে পারে। তবে বাংলাদেশের দিকে আসবে না, উত্তর ভারত এবং শ্রীলঙ্কার দিকে যাবে।

“পরে আবার সুস্পষ্ট লঘুচাপ, লঘুচাপে পরিণত হবে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।”

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে।

গত শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, সেটি নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হল।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপামত্রা সামান্য কমতে পারে।

সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM