সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

১৫ বছরে ভারতের সঙ্গে হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি

ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার বিগত ১৫ বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি করেছে, সেগুলো বাতিল করতে হবে।
শনিবার (২৪ আগস্ট) সকালে কাফরুল থানা বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। এসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের পরিবারের মাঝে অনুদান তুলে দেন তিনি।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগকে এখন মানুষ বলছে আফসোস লীগ। এদেশের মানুষের সহায়-সম্পদ লুট করার তাদের যে প্রবণতা, ওইটা যুবলীগ-ছাত্রলীগ এখন করতে পারছে না, তাই তারা আফসোস করছে।’
আওয়ামী লীগের সংস্কৃতি বিএনপি পুনরাবৃত্তি করবে না মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়া কয়েকদিন আগেই বলেছেন— আমরা শান্তির সমাজ নির্মাণ করতে চাই। আমরা শান্তির সমাজ তৈরি করবো। বাড়ি দখল, ঘর দখল, গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়া এটা ছিল শেখ হাসিনার ১৫ বছরের আওয়ামী সংস্কৃতি।
ভারতের উদ্দেশে রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারত তারা কি জানেন না— গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কী পরিমাণ অত্যাচার করেছে। আপনারা বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে মর্যাদা দিতে চান না? আপনারা কি বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অনিচ্ছার গুরুত্ব দিতে চান না?’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM