মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

অ্যারোসল কারখানায় বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)

শ্রমিকরা জানান, সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে অ্যারোসল তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানা অগ্নি নির্বাপণ কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। আর দগ্ধদের নিজস্ব বাসে করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. শাওন বিন রহমান জানান, তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। কার কত শতাংশ পুড়ে গেছে তা কিছুক্ষণ পর জানানো যাবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM