বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

৩৫ প্রত্যাশীদের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক: ৩২ বছর বয়সের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আজ সমাবেশ করবে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। সমাবেশটি রাজধানীর শাহাবগে সকাল ১১ টায় শুরু হবে।

এর আগে ১৭ নভেম্বর এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেন এই চাকরি প্রার্থীরা।

সম্মেলনে আন্দোলনের অন্যতম সংগঠক আল আমীন রাজু বলেন, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান। সম্প্রতি এবিষয়ে সরকার কমিশন গঠন করেছে। কমিশন ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ৩৭ বছরের সুপারিশ দিয়েছে। কিন্তু সরকার তা না মেনে ৩২ বছর নির্ধারণ করেছে। যেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আন্দোলন চলমান রেখেছি। যার কারণে পুলিশের হামলার শিকারও হয়েছি।

তিনি বলেন, ৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ ও মেয়েদের জন্য ৩৭ করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

আরেক সংগঠক এম এ আলী বলেন, বিগত সরকারের আমলে আমাদের বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। তারপরও আমরা দমে যাইনি। কারণ আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি ।

তিনি বলেন, গত সরকার আমাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য স্বৈরশাসকের ভূমিকায় গিয়েছিল। এই সরকারও দেখি তাই করছে। তাহলে গত সরকার ও এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আমরা চাই, অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হোক। নয়তো আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

সম্মেলনে সঞ্জয় কুমার দাস বলেন, ১২ টি ক্যাডারে বয়স উন্মুক্ত করে বাকি ক্যাডারগুলোতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হোক।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM