রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

কুকুর হত্যায় জয়ার ক্ষোভ, সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকেন। মাঝে মধ্যে তিনি ছবি ও ভিডিও শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন। এবার ‘বিষ’ নিয়ে করুণ একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী।

শনিবার (২৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন জয়া আহসান। করুণ চোখে তাকিয়ে থাকা একটি মৃত কুকুরের ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এই রূপ ধারণ করতে। আমার রূপ একটাই— ক্ষুধার্ত তবু বন্ধু। ছবিটির ক্যাপশনে মৃত কুকুরের কারণও ব্যাখ্যা করেছেন জয়া।

অভিনেত্রীর স্ট্যাটাসটি পাঠকদের কাছে হুবহু তুলে ধরা হলো— ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ! ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণীপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেওয়ামাত্রই নেটিজেনদের মন্তব্যে ঝড় উঠেছে। অভিনেত্রীর এমন করুণ পোস্টে ব্যথিত করেছে তার ভক্ত-অনুরাগীদের। শুধু তাই নয়, ‘মানুষ’ প্রসঙ্গে জয়ার সঙ্গে সহমত পোষণ করেন তারাও।

এক নেটিজেন লিখেছেন—হায়রে মানুষ! সৃষ্টির সেরা! আরেক নেটিজেন লিখেছেন— বিচার হবে না জানি, তবু তীব্র প্রতিবাদ হোক। অমানুষগুলোকে জানাতে চাই, আল্লাহ বিচার করবেই।

উল্লেখ্য, জয়া আহসান ব্যক্তিজীবনে প্রাণীদের ভীষণ ভালোবাসেন। নিজের বাড়িতেও অসংখ্য কুকুর পোষেন অভিনেত্রী। প্রাণীপ্রেমের জন্য ‘দ্য পিপল ফর অ্যানিমেল’ ওয়েলফেয়ার থেকে বিশেষ সম্মাননাও পেয়েছেন তিনি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM