বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

অটোরিকশা চালকদের অবরোধ, ৪ ঘণ্টা পর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইনে অটোরিকশা চালকদের বিক্ষোভে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ ছিল। প্রায় ৪ ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টার পর ঢাকা থেকে নকশিকাঁথা এক্সপ্রেস স্টেশন ছেড়ে গেছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, লাইন ক্লিয়ার থাকায় বিকেল ৩ টার পর ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ রুটের আরও তিনটি ট্রেন এখনও স্টেশনে আছে। শিগগির এগুলো স্টেশন ছেড়ে যাবে।

সরেজমিনে কমলাপুর রেল স্টেশনের ডিজিটাল স্ক্রীন বোর্ডে দেখা যায়, নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শহরতলী প্ল্যাটফর্ম থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কখন ছেড়ে যাবে তার কোনো সম্ভাব্য সময় দেওয়া হয়নি। মধুমতি এক্সপ্রেস বিকেল ৩টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনও ছেড়ে যায়নি।

মধুমতি এক্সপ্রেসের যাত্রী শিবলী আহমদ বলেন, বিকেল ৩টার ট্রেন এখনও ছাড়লো না। গত কয়েকদিন ধরে শুধু শুনতেছি অবরোধ আর অবরোধ। রেললাইন কেন অবরোধ করতে হবে! আমাদের মতো সাধারণ মানুষের শুধু ভোগান্তি। জানি না আরও কতক্ষণ অপেক্ষা করতে হয়।

এছাড়া যমুনা এক্সপ্রেস ট্রেনটি ৭ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে। ট্রেনটি ছাড়ার সময় পৌনে ৫টা হলেও এটি ছাড়ার সম্ভাব্য সময় জানানে হয়েছে ৫ টা ১০ মিনিট। স্টেশন ঘুরে যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM