মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বগুড়ায় মাকে হত্যায় গ্রেপ্তার হওয়া সাদ এখনই মুক্তি পাচ্ছেন না

নিজস্ব প্রতিবেদক: এখনই মুক্তি পাচ্ছেন না বগুড়ায় মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাদ বিন আজিজুর রহমান। জামিনের জন্য তার পরিবার আদালতে পিটিশন দিলেও জামিন আবেদন না মঞ্জুর করেছেন বগুড়ার আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এই আবেদন নামঞ্জুর করেন।

এর আগে পুলিশের তদন্তে মায়ের হত্যায় সাদের সংশ্লিষ্টতা না পাওয়ার পর গত ১৮ নভেম্বর জামিনের জন্য পিটিশন দিয়েছিলো তার পরিবার।

আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, “সাদ বিন আজিজুর রহমানের জামিনের শুনানির জন্য দিন নির্ধারণের জন্য পিটিশন দিয়েছিলো আইনজীবী। বৃহস্পতিবার সেই জামিনের শুনানি ছিলো। শুনানিতে বিচারক জামিন নামঞ্জুর করেন।”

গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়িতে উম্মে সালমা নামের এক গৃহবধূর মরদেহ ডিপ ফ্রিজে পাওয়া যায়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার স্বামী আজিজুর রহমান ও তার ছোট ছেলে সাদ দিন আজিজুর রহমানকে আটক করে র‍্যাব। পরে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সাদ হাত খরচের টাকা না পেয়ে নিজেই তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলো।

পরবর্তীতে মায়ের হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় সাদকে। সেখানে মাকে হত্যার বিষয়টি অস্বীকার করে সাদ। এরপর পুলিশ তদন্তে নিশ্চিত হয় মায়ের হত্যায় সম্পৃক্ততা নেই সাদের। তদন্তে অন্যদের সংশ্লিষ্টতা পেয়ে ১৫ নভেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মোসলেম এবং সুমন চন্দ্র রবিদাসকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই তিনজন দুই দফায় আদালতে ১৬৪ ধারায় উম্মে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM