সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

সত্যি কি চলচ্চিত্রে রাজ করবেন শ্রীলীলা?

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। গত বছরের মাঝামাঝি সময়ে এ অভিনেত্রীকে নিয়ে জ্যোতিষী বেনু স্বামী ভবিষ্যদ্বাণী করেন— “তেলেগু সিনেমা রাজ করবেন শ্রীলীলা।”

কয়েক দিন আগে প্রকাশ্যে আসে ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানের ফার্স্ট লুক। তাতে দেখা যায় শ্রীলীলাকে। এরপরই প্রাসঙ্গিক হয়ে উঠেছে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী। কারণ এ গানে শ্রীলীলার লুক বিশেষভাবে নজর কেড়েছে। পাশাপাশি গানটির জন্য তার পারিশ্রমিকের ব্যাপারটাও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

পাঁচ বছর আগে শ্রীলা মাত্র ৫ লাখ রুপি পারিশ্রমিকে কাজ করেন। সেখানে এক গানে যে পারিশ্রমিক নিয়েছেন তা দেখে অনেকের চোখ কপালে উঠে গেছে। চলচ্চিত্রপ্রেমীদের মনেও প্রশ্ন জেগেছে— “সত্যি কি ফিল্ম ইন্ডাস্ট্রি রাজ করবেন শ্রীলীলা?”

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে শ্রীলীলাকে। গানটিতে নেচে ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী।

২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শ্রীলীলা। ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা।

৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০ কোটি রুপি। সিনেমাটির জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। কিন্তু তিন বছর পর পারিশ্রমিক বাড়ান তিনি।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, ২০২২ সালে মুক্তি পায় ‘বাই টু লাভ’। সিনেমাটির জন্য ৪০ লাখ রুপি পারিশ্রমিক নেন শ্রীলীলা। এরপর তা বাড়িয়ে নেন ৭৫ লাখ রুপি। ২০২৩ সালে প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক চান ১ কোটি রুপি।

বর্তমানে শ্রীলীলার হাতে তেলেগু ভাষার তিনটি সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো— ‘ম্যাস জ্যাথারা’, ‘রবিনহুড’ ও ‘উস্তাদ ভগত সিং’। ‘উস্তাদ ভগত সিং’ সিনেমায় সহশিল্পী হিসেবে পেয়েছেন দাপুটে অভিনেতা পবন কল্যাণকে।

২০০১ সালের ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে বড় পর্দায় নাম লেখান এই অভিনেত্রী।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM