সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

লোহিত সাগরে ইসরাইল-বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে একটি তেল ট্যাংকার লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী কর্তৃক সাম্প্রতিক ইসরাইল-বিরোধী অভিযানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। পাশাপাশি জাহাজ কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে ইয়েমেন।

গতকাল (শুক্রবার) প্রকাশিত ফুটেজে গ্রীক-পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে। ট্যাঙ্কারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের বাহিনী গ্রীক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মালিক কোম্পানি ইসরাইলি বন্দরগুলোর একটিতে প্রবেশ করে ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।’ পার্সটুডে

ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর ও ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ইহুদিবাদী শত্রু যতক্ষণ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ও অবরোধ অব্যাহত রাখবে ততক্ষণ ইসরাইল অভিমুখী মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।’

এনএইচ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM