রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

এবার আইটেম গানে শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক: ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রদ্ধা কাপুরকে। সম্মতি জানিয়েছিলেন শ্রদ্ধা। কথাও এগিয়েছিল অনেক দূর। কিন্তু পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত সরে আসেন শ্রদ্ধা। এবার খবর পাওয়া গেল, ‘ওয়ার ২’ সিনেমার আইটেম গানে নাচবেন শ্রদ্ধা।

যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’। বানাচ্ছেন অয়ন মুখার্জি। এতে হৃতিক রোশনের সঙ্গে দ্বৈরথে মেতে উঠবেন দক্ষিণি তারকা জুনিয়র এনটিআর। শোনা যাচ্ছে, এই সিনেমার একটি আইটেম গানে হৃতিক ও এনটিআরের সঙ্গে নাচতে দেখা যাবে শ্রদ্ধাকে। নায়িকার সঙ্গে নাকি প্রাথমিক কথা বার্তাও হয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক কথা বলেননি নির্মাতা ও অভিনেত্রী।

সর্বশেষ অমর কৌশিকের ‘স্ত্রী ২’ সিনেমায় দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। মাত্র ৬০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। ভারতের বক্স অফিসে ভেঙে দিয়েছে ‘পাঠান’, ‘জওয়ান’-এর আয়ের রেকর্ডও। বর্তমানে হিন্দি ভাষায় সর্বোচ্চ আয় করা সিনেমা এটি। ‘স্ত্রী ২’-এর সাফল্যের রেশ ধরেই শ্রদ্ধা জানিয়েছেন, সিনেমাটির তৃতীয় কিস্তি আসবে।

স্ত্রী পর্ব চুকিয়ে এবার নাগিন হতে চলেছেন শ্রদ্ধা। শ্রদ্ধাকে নাগিন হিসেবে পর্দায় হাজির করবেন নির্মাতা নিখিল দ্বিবেদি। শিগগিরই শুরু হবে এর শুটিং। এ ছাড়া, রণবীর কাপুরের বিপরীতে ‘ধুম ফোর’ সিনেমায় দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM