বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

অনিয়ম রোধে রেলে যুক্ত হলেন ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক: যাত্রীসেবার মানোন্নয়ন, টিকিট কালোবাজারি রোধ ও নানা অনিয়ম দূর করতে রেলপথ মন্ত্রণালয়ে পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আব্দুল কাইয়ুম খান, নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজ কাশপিয়া তাসরিন, ঘাটাইল উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আশরাফ আলীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য রেলওয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM