মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

টাকা না দেওয়ায় ট্রেনে হিজড়াদের পাথর নিক্ষেপ!

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর কালনী ট্রেনে পাথর নিক্ষেপ করে জানালায় কাঁচ ভাঙচুর করেছে হিজড়ারা। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়ার অদূরে আজমপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। হিজড়াদের এলোপাতাড়ি পাথর নিক্ষেপে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, কালনী ট্রেনে বেশ কয়েকজন হিজড়া উঠে যাত্রীদের কাছ থেকে টাকা তুলতে থাকেন। যে সব যাত্রী তাদের টাকা দিচ্ছেন না তাদের সঙ্গে অশালীন ব্যবহার করছেন তারা। এ নিয়ে ট্রেনে হিজড়া ও যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিলে সংঘবদ্ধ হিজড়ারা ট্রেনের যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকেন। এতে করে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন বলেন, কালনী ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টায় আজমপুর স্টেশনে যাত্রা বিরতি দেয়। ট্রেনটি যাত্রা বিরতি শেষে ছাড়ার সময় হিজড়ারা পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে বলে জানা গেছে। তবে ট্রেনটি ছেড়ে চলে যাওয়ায় সঠিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM