সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

এ আর রহমানের গিটারিস্ট মোহিনীর বিচ্ছেদের ঘোষণা

বিনোদন ডেস্ক: ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছেন ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রাহমান। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই তার দলের বেজ গিটারিস্ট মোহিনী দে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

মোহিনী দে তার ইনস্টাগ্রাম পোস্টে সুরকার স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে সংসারের ইতি টানার ঘোষণা দেন। তাতে এ গিটারিস্ট লেখেন, “ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করছি যে, আমি ও মার্ক আলাদা হয়ে যাচ্ছি। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা দুজনেই ভিন্ন কিছু চাই। তাই পারস্পরিক বোঝাপড়ার পর বিচ্ছেদের মাধ্যমে সামনে এগিয়ে যেতে চাই। বিচ্ছেদের পরও আমাদের বন্ধুত্ব অটুটু থাকবে।”

স্বামীর সঙ্গে বেশ কিছু কাজ আগেই হাতে নিয়েছেন মোহিনী দে। এ বিষয়ে তিনি বলেন, “আমরা একসঙ্গে এখনো বেশ কিছু প্রজেক্টে কাজ করছি। এসব কাজ বন্ধ হবে না।”

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মেয়ে মোহিনী দে। বরেণ্য শিল্পী এ আর রাহমানের সঙ্গে ৪০টির বেশি শো করেছেন। পাশাপাশি ঢাকার গান বাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’-এ বাজিয়েছেন মোহিনী দে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM