বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে নোয়াবের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিউজপোর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আজ মঙ্গলবার এক সভায় সংগঠনটি এই উদ্বেগ প্রকাশ করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নোয়াব মনে করে, এই পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সংবাদপত্র ও মত-প্রকাশের স্বাধীনতার প্রতি এর অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে। বিগত বেশ কিছু বছরের কালো দিনগুলোতে জাতি ফিরতে চায় না। তাই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের এই সাম্প্রতিক সিদ্ধান্তকে আমরা মুক্ত সংবাদপত্রের প্রতি হুমকি হিসেবে মনে করি।
‘ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মধ্যে একজন আছেন দেশের সবচেয়ে পুরোনো দৈনিকের প্রকাশক-সম্পাদক। নোয়াব তাই আন্তরিকভাবে অনুরোধ করছে যে, এই অ্যাক্রিডিটেশন কার্ডগুলো অবিলম্বে পুনর্বহাল করা হোক, যাতে করে অন্তর্বর্তী সরকার স্বাধীনতার যে পরিবেশ তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তা আরও ফলপ্রসূ হয়। বিষয়টিতে অনতিবিলম্বে সুবিবেচক পদক্ষেপ গ্রহণ করা হোক’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM