বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ইসির বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় করবেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সংস্থাটির উপসচিব মো. হেলাল উদ্দিন খানের সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বুধবার (২০ নভেম্বর) দুপুর একটায় বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বে বৈঠকে ১৫ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এছাড়া সংস্কার কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের সঙ্গে বৈঠক করবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক ছাড়াও ই-মেইল, ফেসবুক, ওয়েবসাইটের মাধ্যমেও মতামত নিচ্ছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM