সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

তিতুমীরের ১৪ শিক্ষার্থীর সঙ্গে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে যৌক্তিক সমাধানের লক্ষ্যে আন্দোলনরতদের প্রতিনিধি দলকে ডেকেছেন শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে শিক্ষার্থীদের ১৪ জনের প্রতিনিধি দল সরকারের আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছেছেন।

এই আন্দোলনের অন্যতম সংগঠক ও তিতুমীর কলেজ শিক্ষার্থী জাভেদ ইকবাল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাভেদ ইকবাল বলেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্লোজডাউন কর্মসূচি চলছে। পরে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে। সে ডাকে সাড়া দিয়ে আমাদের ১৪ জন শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন।

জাভেদ ইকবাল বলেন, ১৪ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন— মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, মো. তোয়াহা ও কাউসার।

এই শিক্ষার্থী আরো জানান, সরকারের পক্ষ থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে।

এর আগে সকাল থেকেই তিতুমীর কলেজে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এসময় তাদের নানা স্লোগান দিতে দেখা যায়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM