মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

দিল্লি কি আর রাজধানী থাকবে না? প্রশ্ন শশীর

আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেসের প্রবীণ নেতা ও লেখক শশী থারুর দিল্লির নিম্নমানের বায়ুর গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন রেখেছেন, দিল্লির কি আর ভারতের রাজধানী থাকবে না।

তিনি বিষাক্ত ধোঁয়াশার কারণে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দিল্লি শহরকে ‘বসবাসের অযোগ্য’ বলে বর্ণনা করেছেন।

বায়ুমাণ নির্ণয়ের সুইজারল্যান্ডভিত্তিকে প্রযুক্তি প্রতিষ্ঠানের করা ‘আইকিউএয়ার’ সূচকে এর তথ্য উদ্ধৃত করে শশী থারুর বলেন, “দিল্লি এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকাকেও ছাড়িয়ে গেছে।”

শশী থারুর সরকারের নিষ্ক্রিয়তার জন্য নিন্দা করে বলেন, এই ঘটনা ‘অবিবেচনাহীন’। তারা বছরের পর বছর ধরে এই দুঃস্বপ্নের সাক্ষী হয়ে আসছে এবং এ সম্পর্কে কিছুই করছে না।

তিনি এক্স-এ তার উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, বায়ুমাণ সূচকে সর্বনিম্ন স্তর থেকেও চার ধাপ নিচে দিল্লি এবং ঢাকার চেয়ে প্রায় পাঁচ গুণ খারাপ।

২০১৫ সাল থেকে বায়ুমাণ ঠিক করার লক্ষ্যে একটি আলোচনা চালিয়ে আসার তথ্য তুলে ধরে বলেন, অগ্রগতি এবং আগ্রহের অভাবে গত বছর সেটি বন্ধ হয়ে গেছে।

টানা কয়েকদিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর রাজধানী দিল্লি। দিনরাত ধোঁয়াশায় ঢাকা থাকে ভারতের এই রাজধানী শহরের আকাশ। কয়েক মিটার দূর থেকেও দেখা যায় না বস্তু বা মানুষের উপস্থিতি।

দিল্লির বায়ুর গুণমান ‘আশঙ্কাজনকভাবে উচ্চ’ স্তরে : দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (এনসিআর) বায়ুর গুণমান ‘আশঙ্কাজনকভাবে উচ্চ’ স্তরে পৌঁছেছে। একিউআই তাদের সূচকে খারাপ বায়ুর দিক থেকে ‘গুরুতর-বৃদ্ধি’র বিভাগে রেখেছে দিল্লিকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও নিউজবাইট লিখেছে, বেশিরভাগ বায়ুমাণ মনিটরিং স্টেশন মঙ্গলবার সকালে দিল্লির দূষণ মাত্রা ৫০০ এর কাছাকাছি রেকর্ড করেছে। শহরটি টানা সাত দিন ধরে ধোঁয়াশায় ঢেকে রয়েছে।

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে, মঙ্গলবার ভোটর ৫টা বিভিন্ন স্থানে দিল্লির বায়ু দূষণের মাত্রা ৫০০-তে পৌঁছায়।

দিল্লিতে ‘মেডিকেল ইমার্জেন্সি’ ঘোষণা : চরম রায়ু দূষণের কারণে দিল্লি সরকার ‘চিকিৎসার ক্ষেত্রে জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। জনস্বাস্থ্যের স্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো অনুরোধ করছে সরকার, একই সঙ্গে স্কুলগুলোকে অনলাইন ক্লাস নিতে বলেছে।

লাহোর-করাচির অবস্থাও খারাপ: দিল্লির পরই বায়ুমাণে দ্বিতীয় খারাপ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, তৃতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো; আর চতুর্থ স্থানে আছে পাকিস্তানের আরেক শহর করাচি।

মঙ্গলবার বেলা ১১টায় একিআই অনুযায়ী এই তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমসের পাকিস্তানভিত্তিক সহযোগী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। তাদের খবরে বলা হয়েছে, একই সময় বিশ্বের দূষিত শহরের মধ্যে কলকতার অবস্থান পঞ্চম।

এ দিনের সূচকে অবশ্য দূষণের শীর্ষ ১০ শহরের মধ্যে ঢাকার নাম আসেনি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM