বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

আমাদের সাফল্যের সূর্য উদয় হয়েছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আমাদের সাফল্যের সূর্য উদয় হয়েছে এবং অর্জনও খুব একটা খারাপ নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা একটি পায়ের ছাপ রেখে যাব। আমরা এমন জায়গাগুলো দিয়ে হাঁটব যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশ করবে। আমরা কিছু সংস্কার করে যাব। পরে যারা আসবেন তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের সাফল্যের সূর্য উদয় হয়েছে। আমরা যে একেবারে করেছি তা নয়। তবে আমাদের অর্জন খুব একটা খারাপ নয়।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক এবং এডিবি আমাদের গ্যাস সেক্টরে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতোপূর্বে এমন আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি। সুতরাং এটা সরকারের অন্যতম একটি সফলতা।

উপদেষ্টা বলেন, অবশ্যই আলু এবং পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়েছে। তবে এসবের অনেকগুলো কারণ রয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM