মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ হিজবুল্লাহর, ৩ শর্ত নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সমঝোতার জন্য ৩টি শর্তের রূপরেখা দিয়েছেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সোমবার (১৮ নভেম্বর) ইসরায়েলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তর সীমান্ত দূরে সরে যেতে, সিরিয়া থেকে অস্ত্র সরবরাহের লাইন বন্ধ করতে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামারিক বাহিনীকে অবাধে কাজ করার স্বাধীনতা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নেতানিয়াহু চলমান সংঘাতের ‘সাতটি ফ্রন্ট’- গাজা, পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন, ইরান, ইরাক এবং সিরিয়া- সবগুলোর নেপথ্যে ইরান রয়েছে অভিযোগ করেছেন।

হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা হামলার অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিব এবং বৈরুতের মধ্যে মধ্যস্থতা করছে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএনের খবর বলছে, মার্কিন দূত আমোস হোচস্টেইন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে লেবাননের প্রতিক্রিয়া পেতে মঙ্গলবার বৈরুতে পৌঁছাবেন।

হোচস্টেইনের বুধবার ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে।

ইসরায়েল তার সেনাবাহিনীকে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন হিসাবে দেখে তার বিরুদ্ধে হামলার অনুমতি দেওয়ার জন্য যে কোনও চুক্তি চায়, লেবানন এই শর্ত প্রত্যাখ্যান করেছে।

গত সপ্তাহে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি জানান, বৈরুত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব পেয়েছে।

তবে প্রস্তাবটিতে ‘লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর যেকোনো ধরনের চলাচলের স্বাধীনতা’ অন্তর্ভুক্ত থাকায় তিনি প্রস্তাবটি প্রত্যাখান করেন। এই শর্তটিকে তিনি ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অ-আলোচনাযোগ্য’ বলে বর্ণনা করেন। তিনি লেবাননের সার্বভৌমত্বের সঙ্গে আপস না করার কথা পুনর্ব্যক্ত করেন।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হিজবুল্লাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। চলতি বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্যবস্তু দাবি করে লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। গত মাস থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত, প্রায় ১৫ হাজার আহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ
লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট লেবাননের এক শীর্ষ কর্মকর্তা সোমবার এ কথা জানিয়েছেন।

ইসরায়েলের সঙ্গে লেবানন ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তির আলাপের বিষয়ে অবগত এক কূটনীতিক বলেছেন, চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত যতটা হয়েছে, তাতেও চূড়ান্ত চুক্তি হতে পারে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM