সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

দিনভর পরীমণির প্রেম নিয়ে কৌতুহল, রাতে দেখালেন সেই মানুষকে

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমণি আবার প্রেমে পড়েছেন? কৌতুহলী এই প্রশ্ন নায়িকা নিজেই তৈরি করে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি। যা নিয়ে দিনভর আলোচনায় ছিলেন এই নায়িকা। অনেকেই জানতে চাচ্ছিলেন কে তার নতুন প্রেমিক। তবে রাতেই প্রেমের বিষয়টি পরিস্কার করলেন তিনি। সঙ্গে মানুষটিকেও সামনে আনলেন পরীমণি।
ফেসবুক পোস্টে রোববার একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। যেখানে দেখা গেছে, গাড়ির জানালায় আধো-আলো, আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‌‌‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ অর্থাৎ ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’
পরীর এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক! তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী। পাশাপাশি, মনের মানুষটি কে-এ বিষয়েও স্পষ্ট কিছু বলেননি তিনি।
এবার সেই হাতের মানুষটিকে সামনে আনলেন পরীমণি। তিনি তার নতুন কস্টিউম ডিজাইনার। পুরো ভিডিও প্রকাশ করে ক্যাপশনে পরী বললেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গেছিলো?’
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে পরী মণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরী মণিকে। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM