মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

গুঞ্জন উড়িয়ে প্রকাশ্যে আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: গুরুতর অসুস্থতার গুঞ্জন উড়িয়ে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গতকাল রোববার লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর একটি ছবি নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন খামেনি।

ওই পোস্টে দেখা যায়, খামেনি লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির সঙ্গে কথা বলছেন।

সোমাবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৮৫ বছর বয়সী খামেনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন। তার আগে এক গোপন বৈঠকে তিনি তার ৫৫ বছর বয়সী ছেলে মোজতবা খামেনিকে নিজের উত্তরসূরি মনোনীত করেছেন।

রোববার খামেনির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির সঙ্গে দেখা করেছেন তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে। গত সেপ্টেম্বরে লেবাননে ইসরায়েলের পেজার হামলায় আমানি আহত হন।

সরকারি বিবৃতিতে বলা হয়, আমানি ইরানের সর্বোচ্চ নেতার কাছে তার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে তেহরান সফর করেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM