সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে টেনেহিঁচড়ে বের করে দিল কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দোসর আখ্যা দিয়ে প্রতিষ্ঠানটির দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছেন বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা। ওই দুই ডিএমডি হলেন- এ কে এম শহিদ উদ্দিন (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) ও মো. আকতারুজ্জামান (ফিন্যান্স)।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এর আগে অর্ধশতাধিক কর্মচারী দুই ডিএমডি কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করে তাদের সম্পর্কে নেতিবাচক স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা দুই ডিএমডিকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে ওয়াসা ভবনের সামনের রাস্তায় নিয়ে আসেন। এ সময় কয়েকজন কর্মচারী তাদের শারীরিকভাবেও লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে তারা এমডির কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে বিএনপিপন্থি সিবিএর সভাপতি আজিজুল আলম খান ও সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী বক্তব্য দেন। তাদের ইন্ধনেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
তবে সিবিএর সভাপতি আজিজুল আলম খান জানান, ঘটনার সময় তিনি ছিলেন না। খবর পেয়ে পরে তিনি ওয়াসা ভবনে পৌঁছান। তবে কর্মচারীরা তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি। বরং সসম্মানে তাদের গাড়িতে তুলে দিয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমান জানান, মন্ত্রণালয়ের কাজের জন্য তিনি আজ ওয়াসা ভবনে যেতে পারেননি। তবে শুনেছেন কয়েকজন কর্মী দুই ডিএমডির সঙ্গে খারাপ আচরণ করেছেন।
এ বিষয়ে জানতে দুই ডিএমডির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM