মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

চীনে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুরি হামলায় ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: চীনে ভয়াবহ এক ছুরি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসু’র ইশিং শহরে ওই হামলায় আহত হয়েছেন আরও ১৭ জন।

শনিবার শহরটির উশি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে ঘটেছে এই ঘটনা।

ইশিং পুলিশ জানিয়েছে, পরীক্ষায় ফলাফল খারাপ করায় উত্তেজিত হয়ে এই হামলা চালিয়েছে ওই ইনস্টিটিউটেরই ২১ বছর বয়সী এক শিক্ষার্থী।

শহরটির এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির সম্মান কোর্সের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ওই তরুণ পরীক্ষায় অকৃতকার্য হয়েছে যার কারণে সে খুব হতাশ ও ক্ষুব্ধ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে ক্ষোভের কারণেই শনিবার ক্যাম্পাসে গিয়ে হামলা চালিয়েছে। বর্তমানে ওই তরুণ পুলিশের হেফাজতে রয়েছে।

হামলার পর হতাহতদের দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

এর আগে গত অক্টোবরে চীনের বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত সাংহাইয়ের একটি সুপার মার্কেটে ছুরি হামলা চালিয়েছিল এক ব্যক্তি। এতে ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছিলেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM