সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের দাবিতে শিকাগোতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি জানায়, ডেমোক্র্যাটিক দলের জাতীয় কনভেনশনের সবশেষ দিনে শিকাগোতে জড়ো হয়েছিলেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধের দাবি জানিয়েছেন তারা।

প্রতিবেদনে বলা হয়, গত দশ মাসের বেশি সময় ধরে গাজায় নৃশংস হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিকে যুদ্ধের শুরু থেকে অস্ত্র ও গোলা-বারুদ দিয়ে প্রকাশ্যে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। এরই প্রতিবাদে, স্থানীয় সময় বৃহস্পতিবার, শিকাগোর রাস্তায় জড়ো হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী।

প্রথম দিন থেকেই কনভেনশন হলের বাইরে অবস্থান নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার জনগণ। হাতেম আবুদায়েহ জোটের একজন মুখপাত্র এবং মার্কিন ফিলিস্তিনি গণমিছিলের অন্যতম সমন্বয়ক।

উল্লেখ্য যে, আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কমালা হ্যারিস। গত সোমবার শুরু হয় ডেমোক্র্যাটিক দলের জাতীয় কনভেনশনে। এআরএস

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM